ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩১ পিএম
ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে  কার্যালয় প্রাঙ্গণে র্রালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী। 

ইন্দুরকানী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিমুল বড়াল সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, প্রেসক্লাপ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, নির্বাচন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সমাজসেবক কর্মকর্তা মো. মাহাবুব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে