মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৩ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৩ পিএম
মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ফরিদপুরের মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিসিএস) মোহাম্মদ লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর নাইম, জনস্বাস্থ্য অফিস সহকারী মোঃ ইমরুল হুসাইন,মোঃ কামরুজ্জামান, মির্জা ফারজাদ হোসেন সহ আরো অনেকে। 

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে