মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের হামলায় প্রতিবাদে চর রাজিবপুর উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজিবপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা শহর প্রদক্ষিণ করে।
পরে থানা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল,রাজিবপুরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আকবর হোসেন বাবু,রাজিবপুর মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, নয়াচর সিনিয়র মাদ্রাসার শিক্ষক হযরত আলী,নয়াচর বালিকা বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান ও চর সাজাই দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।
উল্লেখ রোববার ১২ অক্টোবরে পুলিশের লাঠিপেটার প্রতিবাদ ও বিচারের দাবীতে কর্মবিরতি পালন করে আসছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।