বরগুনা জেলা প্রশাসকের কাছে বধির উন্নয়ন সংঘের স্বারকলিপি প্রদান

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:০৯ পিএম
বরগুনা জেলা প্রশাসকের কাছে বধির উন্নয়ন সংঘের স্বারকলিপি প্রদান

বধির শ্রবন প্রতিবন্ধীদের আত্ন কর্মসংস্থান  ও মৌলিক অধিকার নিশ্চিতের জন্য সাত দফা দাবিতে ১৫ অক্টোবর বুধবার সকাল দশটায় বরগুনা জেলা বধির উন্নয়ন সংঘ জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে বরগুনা জেলায় অসংখ্য শ্রবণ প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী রয়েছে কিন্তু তাদের জন্য রাষ্ট্রীয় কোন উল্লেখযোগ্য সহায়তা, অনুদান নেই। তাদের পুনর্বাসনের লক্ষ্যে ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রদান করেন বরগুনা জেলা বধির উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে