পাবনার চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ে দেখা দিয়েছে বিষধর সাপের আনাগোনা। এতে করে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাপ আতঙ্কে বিরাজ করছে। বন্ধ রয়েছে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছেনা। স্কুলের অফিস কক্ষ ও ক্লাস রুম থেকে ২ দিনে ৭ টি বিষাধর সাপ মারা হয়েছে। দেখা যাচ্ছে আরো সাপের অনাগোনা। ঘটনাটি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া উপজেলার বিলচলন ইউনিয়নের সগুনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সাপের দেখা মিলেছে।
এই ঘটনায় অভিভাবকরা রয়েছেন শঙ্কায়। ভয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। প্রধান শিক্ষকের আবেদনের ভিত্তিতে স্কুলে পাঠদান আপাততঃ বন্ধ রাখা হয়েছে। বিল এলাকায় স্কুল হওয়ায় এই সাপের আনাগোনা বলে অনেকের ধারনা। প্রতিকারের জন্য খোঁজা হচ্ছে ওঝা। নাইটিক এসিড রাখা হচ্ছে স্কুলে। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আলৈাচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
চিনাভাতকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সুরাইয়া খানম জানান,রোববার (১২ অক্টোবর) সকাল ৯ টার দিকে স্কুলের পিয়ন ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করে অফিস রুমে ও ক্লাস রুমে ৬টি বিষধর দেখতে পান। এসময় তারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় সাপগুলো মারা হয়। এসময় ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল থেকে বাড়ি নিয়ে যায়। ১৩ অক্টোবর আরো ১ টি সাপ মারা হয়। সাপগুলো স্কুলের পুরাতন ভবন বা অন্য কোথাও থেকে আসতে পারে। আমরা স্কুল বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। পাঠদান বন্ধ রয়েছে। স্কুলে শিশু শিক্ষার্থীদের পাঠাচ্ছেন না অভিভঅবকরা।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি বলেন,দুইটি বিদ্যালয়ে সাপের উপদ্রব দেখা দিয়েছে। এ থেকে পরিত্রাণ দরকার। বাচ্চারা স্কুলে আসছেনা ভয়ে। আমরা সকলের সহযোগিতা চাইছি। কিভাবে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে,তা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি ফায়ার সার্ভিসকেও জানানো হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,বিষয়টি জানার পরেই বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে। স্থানীয়ভাবে আমাদের সাপ ধরার কোন ব্যবস্থা নেই। আমরা রেসকিউটিমের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তিনি আতঙ্কিত না হয়ে ঐ এলাকার সবাইকে সতর্ক থাকার আহবান জানান।