বরিশালে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ পিএম
বরিশালে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা

নির্বাচনের পূর্বে দলীয় কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষে পূর্বের কমিটি বিলুপ্ত করে বরিশাল সদর উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট কমিটিতে সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব এবং আব্দুস সালাম রাঢ়ীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন্দ্র থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, সদর উপজেলা বরিশাল বিভাগের হেডকোয়ার্টারে অবস্থিত হওয়ায় এ উপজেলায় বিএনপির কমিটি সুসংগঠিত ও শক্তিশালী করা অতীব প্রয়োজন।

এই প্রেক্ষিতে কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের আলোকে বর্তমান সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে যোগ্য, নিবেদিত ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী ত্যাগী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটিকে অতিদ্রুত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

বুধবার দুপুরে কমিটি ঘোষনার বিষয়টি নিশ্চিত করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নতুন কমিটি গঠনের চিঠি পেয়েছি। তবে কমিটি গঠনের বিষয় সম্পর্কে পূর্বে আমরা অবগত ছিলাম না। এখন কেন্দ্রের সিদ্ধান্ত আমরা অগ্রাহ্য করতে পারি না।

এরআগে, ২০২২ সালের সেপ্টেম্বরে সদর উপজেলায় নুরুল আমিনকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম লাবুকে সদস্য সচিব করে সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে দলীয়  নেতাকর্মীদের প্রতিবাদের মুখে সেই কমিটি বিলুপ্ত করে এনায়েত হোসেন বাচ্চুকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম সেলিমকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই কমিটিও বিলুপ্ত করে কেন্দ্র থেকে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হলো। 

আপনার জেলার সংবাদ পড়তে