নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। র্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য প্রদান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থিদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন।