দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারি বেসরকারি পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে: ডিসি ফৌজিয়া

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৭ পিএম
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারি বেসরকারি পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে: ডিসি ফৌজিয়া

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী  ব্যক্তিদের কল্যাণে সরকারি বেসরকারি পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা এবং ব্রেইল পদ্ধতিতে পড়ালেখার বিষয়ে বিস্তারিত  আলোচনা করেন।

কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫  মংগলবার (১৫ অক্টোবর) এ উপলক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন ‘ সাদাছড়ির আধুনিকায়ন , দূষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন ’ এই স্লোগানকে সামনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: কামরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম), মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

মো: সূফি সাজ্জাদ আল ফোজায়েল। কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: দ্বীন ইসলামের পরিচালনায় এতে বক্তৃতা করেন,  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ, শাহনাজ পারভীন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, রেজিষ্ট্রেশন অফিসার মুহাম্মদ মহসিন,ব্র্যাক, কিশোরগঞ্জ এর জেলা কো-অর্ডিনেটর  সাফরিনা জান্নাত; বিসিক, কিশোরগঞ্জ এর এজিএম মো. আসাদুজ্জামান আল ফারুক; হাসপাতাল সমাজসেবা অফিসার মো. জোবায়েদুর রহমান; শহর সমাজসেবা অফিসার মো. সিদ্দিকুর রহমান,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, প্রতিবন্ধী ওমর ফারুক,সিয়াম প্রমুখ।

 সভা শেষে উপস্থিত অতিথিরা সাদাছড়ি বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর, দৃষ্টি প্রতিবন্ধীগণ ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে