পিআর পদ্ধতির দাবীতে পিরোজপুরে জামায়াতের মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ পিএম
পিআর পদ্ধতির দাবীতে পিরোজপুরে জামায়াতের মানববন্ধন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ  জামায়াত ইসলামীর দেওয়া পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে অজ বুধবার বিকেল ৪ টায় পিরোজপুরে জামায়াত ইসলামী মানববন্ধন করেছে। জেলা শহরের টাউনক্লাব রোডের এ মানববন্ধনে বক্তৃতাকালে পিরোজপুর-২ আসনের জামায়ত মনোনীত প্রার্থী শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলেই পিআর পদ্ধতি চাইছে। আর লেভেল প্লেয়িং ফিল্ড চাইছে এ কারনে যে, সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারে, তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানারকম ষড়যন্ত্র চলছে। কেউ কেউ মনে করছে আমরা নির্বাচনকে বানচাল করতে  পিআর পদ্ধতি চাই আসলে তা নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামি গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। একমাত্র জামায়াত ইসলামী ছাড়া এ পর্যন্ত কোনো দল ৩০০ আসনে কোন প্রার্থীতা ঘোষনা দিতে পারেনি।  কিন্তু নির্বাচনমুখী হওয়া স্বত্বেও আমরা দেশের বাকি নিবন্ধিত অনিবন্ধিত দলগুলো যাতে তাদের মতামতের মূল্যায়ণ পায় সেকারনেই জামায়াতে ইসলামি পিআর পদ্ধতি চায়।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহহিল মাহমুদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে