জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারে তিন কিশোরের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর/২৪ (রবিবার) বিকালে জামালপুর পৌর শহরের ৯নং ওয়ার্ড় ছনকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। নিহতা কিশোররা হলেন পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা তপন আহমেদের ছেলে ইয়ামিন (১৫) একই এলাকার বাসিন্দা আহমেদুর রহমানের ছেলে আফিফ আহমেদ (১০) এবং মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের পুত্র রওশন আহমেদ(১৫) তিনজনই মামাতো ফুফাতো ভাই বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহত রৌশন তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। ঐ দিন দুপুরে নিহত তিনজনেই ফুটবল নিয়ে ব্রহ্মপুত্র নদের চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এ সময় ড্রেজার মেশিনে বালি উত্তোলন গর্তে পানিতে পড়ে ডুবে গেলে উপস্থিত নিহত রৌশনের মা তাদেরকে উদ্ধার করতে নদে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারা প্রত্যেকেই সাঁতার কাটতে না জানায় সবাই পানিতে তলিয়ে গেলে খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন কিশোরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোহাম্মদ ফয়সাল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।