মিরপুরে অগ্নিকাণ্ড: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫১ পিএম
মিরপুরে অগ্নিকাণ্ড: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শাহআলম কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার।

শ্রম উপদেষ্টা নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, কর্মস্থলে নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলাম। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, আহত ও নিহতদের তালিকা তৈরি, কারখানা পরিদর্শনে কোনো গাফিলতি ছিল কি না তা যাচাই, ঝুঁকি নিরূপণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করবে কমিটি।

শ্রম উপদেষ্টা বলেন, “এই মর্মান্তিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সরকার নিশ্চিত করবে, ভবিষ্যতে যেন আর কোনো শ্রমিক এভাবে প্রাণ না হারায়।”

আপনার জেলার সংবাদ পড়তে