শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ পিএম
শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

“আলোকিত মানুষ গড়ার আন্দোলন”-এর অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বুধবার বিকেল পাঁচটায় শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আবৃত্তিকার বিকাশ বাপ্পন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে উপজেল নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, “বই হচ্ছে জ্ঞানের আলো। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই উদ্যোগ নতুন প্রজন্মকে বই পড়ার অনুপ্রেরণা জোগাবে।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশিত দশ হাজারেরও বেশি বই সাজানো হয়েছে এবারের বই মেলায়। পাঠকদের জন্য থাকছে উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, বিজ্ঞান, দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজতত্ত্ব, রূপকথা, অনুবাদ, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না, কম্পিউটার, ভাষা শেখা ও শিশু-কিশোরদের বইসহ নানাবিধ গ্রন্থ।

মেলার অংশ হিসেবে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মৌলভীবাজার জেলার ইতিহাস ও ঐতিহ্য রচনা প্রতিযোগিতা। আয়োজকরা জানিয়েছেন, বইপড়া আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়ার সংস্কৃতি গড়ে উঠুক-যেখানে বই হবে আনন্দের, জ্ঞানের ও প্রেরণার উৎস।”

বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে