সাতক্ষীরার কালিগঞ্জের ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ডিসেম্বর) বিকেলে উপজেলার সেকেন্দারনগর চৌমোহনীতে জামায়াতে ইসলামী ধলবাড়িয়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য ড. মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যহীন একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে যেতে চায়। আমরা ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য কর্ম সংস্থান নিশ্চিত করতে চাই। পরবর্তীতে কালিগঞ্জ মোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।