নির্বাচনের আগে চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ পিএম
নির্বাচনের আগে চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের অংশ হিসেবে দেশের চারটি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রশাসনের এই রদবদলকে অনেকেই আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। নির্বাচনের আগে মাঠ প্রশাসনে স্থিতিশীলতা ও কার্যক্রমে গতি আনতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে বলে মনে করছেন প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে