ঝালকাঠির ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার (৩০) এর উপরে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়াগেছে। এসময় তার কাছে থাকা ঠিকদারি কাজের জন্য রাখা নগদ ২২ লাখ টাকা ছিনতাই করে নেয়। বুধবার দুপুর ১ টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানিল স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিক মৃধাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয় । এসময় শতাধিক নেতা-কর্মী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত রফিক মৃধার অভিযোগ ঠিকাদারি কাজের বিল পরিশোধ করার জন্য ব্যাংক দিয়ে টাকা তুলে মোটরসাইকেল যোগে ঝালকাঠি থেকে রাজাপুরে যাচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আনিস, সোহেল, জনি , রাব্বি, শান্ত মিলে অর্তকিত ভাবে রফিক মৃধার ওপরে হামলা চালায় এ সময় দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে সাথে থাকা ২২ লাখ টাকা ছিনতাই করে নেয়। এঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসক ফজলে রাব্বী বলেন,‘ আহত রফিক মৃধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।