জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’–এর লেখক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করতেন। আজও তিনি ডায়ালাইসিসের জন্য এসেছিলেন, কিন্তু শুরুর কিছুক্ষণ আগেই তিনি মারা যান।”
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার বদলির চাকরির সুবাদে তাঁর শৈশব কেটেছে ফেনীতে। ফেনী থেকেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করলেও কোথাও বেশিদিন থাকতে পারেননি। অফিসের বাঁধাধরা জীবনে ক্লান্ত হয়ে একসময় পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন।
লেখালেখির শুরু সেবা প্রকাশনী থেকে। প্রথমদিকে বিশ্বসাহিত্যের ক্লাসিক বই অনুবাদ করতেন তিনি। পরবর্তীতে টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা–সহ অসংখ্য জনপ্রিয় সিরিজ লিখে পাঠকপ্রিয়তা অর্জন করেন। তবে তাঁর সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি ‘তিন গোয়েন্দা’ সিরিজ, যা বাংলাদেশের কিশোরসাহিত্যে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।
নামে–বেনামে প্রায় চার শতাধিক বই লিখেছেন রকিব হাসান। পাঠকের কাছে তিনি শুধু লেখক নন, কিশোর বয়সের এক মুগ্ধ স্মৃতি। প্রচারবিমুখ এই মানুষটির মৃত্যুতে দেশের সাহিত্যপ্রেমী সমাজে নেমে এসেছে শোকের ছায়া।