বাগেরহাটের মোল্লাহাটে ইউসুফ শেখ গুরুতর আহতের কারণ হামলা নাকি দুর্ঘটনা ? ভিকটিম পক্ষের কেউ কেউ বলছেন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা, আবার ঘটনা স্থলের পাশ্ববর্তী লোকজন বলছেন এটি নিছক দুর্ঘটনা। এনিয়ে গোটা এলাকায় চলছে আলোচনার ঝড়। উপজেলার দারিয়ালা শেখ বাড়ির মোড় পাকা সড়কে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা অথবা হামলার ঘটনা ঘটে। ভিকটিম উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের আবেদ আলী শেখের ছেলে। ভিকটিমের কাকা সাবেক ইউপি সদস্য শেখ মুঠোফোনে জানান, আপন ভাতিজা ইউসুফ শেখকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। ওই ঘটনায় তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিক্যালে পাঠান। যখম খুবই বেশী হওয়ায় গোপালগঞ্জ থেকে চিকিৎসকের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ইউসুফ শেখ চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি। ইজিবাইক চালক মোঃ হাফিজ মোল্লা বলেন, আমি বড়ঘাটের দিক থেকে অটো চালিয়ে আসতেছিলাম, তখন দেখি উনি মোড়ের থেকে দ্রুত মটরসাইকেল চালিয়ে একা একা পড়ে গেছে। এরপর তাকে তুলে মোল্লাহাট হাসপাতালে নিয়ে যাই। ঘটনাস্থলের পাশ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম ছিনুসহ মোল্লা গাউসুল হক ও এমডি হেদায়েতুল্লাহ বলেন, ইউসুফ শেখ তার মটরসাইকেল চালিয়ে ইজিবাইকের সাথে এক্সিডেন্ট করে আহত হয়েছে। এখানে কোন হামলার ঘটনা ঘটে নাই। এবিষয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন এএসপি সার্কেল ও থানা পুলিশ।