এইচএসসিতে ২০২ প্রতিষ্ঠানের একজনও পাস করেনি!

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ১১:১৮ এএম
এইচএসসিতে ২০২ প্রতিষ্ঠানের একজনও পাস করেনি!

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

তবে প্রকাশিত ফলাফলে অনেকের মাঝে হাসিখুশি থাকলেও এতে মিশ্রিত রয়েছে বেদনাও। তথ্য অনুযায়ী, দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি। যা মোটেও ভালো খবর নয়; বরং উদ্বেগের।

গত বছর অর্থাৎ, ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি। অর্থাৎ এবার শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে ১৩৭টি। এটি উদ্বেগ তৈরি করে শিক্ষা ব্যবস্থায়।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সে সংখ্যা বেড়ে ২০২টি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে