বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের জেলেপল্লীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য সরকারি বরাদ্দকৃত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ সড়কের উদ্বোধন করেন রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহীন হোসেন, মোঃ ওবায়দুল হকসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
স্থানীয় জেলে সম্প্রদায় জানিয়েছেন, নিচু জমিতে সরকারি আবাসনের ঘর নির্মাণের ফলে ঘরে যাতায়াতের জন্য কোন সড়ক না থাকায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। রহমতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সড়কটি নির্মিত হলে জেলেপল্লীর বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বলেন, সরকারের বরাদ্দকৃত এই রাস্তা জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের পাশে আছে।