শেখ হাসিনা-আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০২:০৬ পিএম
শেখ হাসিনা-আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই অভ্যুন্থানের হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ শাস্তির জন্য আবেদন জানানো হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভ্রোমরা। তাকে শাস্তির মুখোমুখি করতেই হবে। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

তাজুল ইসলাম আরও জানান, “অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আবেদন করেছে প্রসিকিউশন।”

এ মামলায় আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলে রায়ের দিকে যাবে মামলাটি।

আপনার জেলার সংবাদ পড়তে