চট্টগ্রামে তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:০১ পিএম | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৩:৫৬ পিএম
চট্টগ্রামে তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে একটি তোয়ালে ফ্যাক্টরিতে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের ওই তোয়ালে ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সর্ম্পকে তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ২ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। 

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার। বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে