রাজশাহী বোর্ডে ৩৯ প্রতিবন্ধী ও কারাগার থেকে পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ জন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৪:০৪ পিএম
রাজশাহী বোর্ডে ৩৯ প্রতিবন্ধী ও কারাগার  থেকে পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ জন
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় ৫৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৩৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এ ছাড়া, বিভিন্ন কারগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৬ জন। এর মধ্যে তিনজন পাস করেছে।  রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।  বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর পাসের হার কম। এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৯ জন প্রতিবন্ধী পাস করেছে। আর কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৬ জনের মধ্যে ৩ জন পাস করেছে।
আপনার জেলার সংবাদ পড়তে