সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউ পির ঝাপড়া অভিরাম গ্রামে এলজিইডির পাকা রাস্তার গাছ ও মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বেলা ১২ টায় সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুনের নিকট লিখিত অভিযোগ করেন ঐ গ্রামের সাবেক ইউপি সদস্য সুজাবত আলী সূর্য। অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র দূর্ষকৃতকারী মোঃ লিটন খান ও মোঃ রিয়াদ খানের বিরুদ্ধে রাস্তার গাছ ও মাটি কেটে চলাচলের অযোগ্য করে ফেলেছে। তার জমি সংলগ্ন রাস্তা হওয়ায় ঐ রাস্তা কেটে জমি তৈরি করছে। এব্যাপারে স্থানীয়রা বাধা নিষেধ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকি প্রদান করেন। রাস্তাটির মাটি কাটা বন্ধ না হলে ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে যাবে। রায়গঞ্জ পৌরসভা থেকে ধুনট যাতায়াতকারী হাজার হাজার জনগণ ও স্থানীয় লোকজনে চরম ভোগান্তির শিকার হবে। এ ছাড়া এলজিইডির পাকা রাস্তা তৈরির কাজে ব্যবহৃত প্রায় ১ কোটি টাকার ক্ষতি হবে। সহকারী কমিশনার ভূমি অভিযোগ প্রাপ্তির বিষয়ে স্বীকার করে বলেন সরেজমিনে তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।