ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে আসছে না—শঙ্কা বাড়ছে পাশের কারখানার

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ পিএম | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৪১ পিএম
ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে আসছে না—শঙ্কা বাড়ছে পাশের কারখানার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিপিজেড) অ্যাডামস ক্যাপ নামে কারখানায় লাগা আগুন সর্বোচ্চ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আসছে না। এতে আশপাশের কয়েকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক সূত্র।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লাগা আগুন ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।

আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছেন সেখানকার কর্তৃপক্ষ।

পার্শ্ববর্তী কারখানা স্মার্ট জ্যাকেটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, আমাদের নিজস্ব হাইড্রেন্ট দিয়ে সামনের অ্যাডামস ক্যাপে লাগা আগুনে প্রায় তিন ঘণ্টার মতো পানি ছিটিয়েছি।

আগুনের তাপে আমাদের কারখানাও অত্যধিক গরম হয়ে উঠছে। এখন আমরা আমাদের কারখানার অভ্যন্তরেও পানি ছিটিয়েছি -বলেন তিনি।


আপনার জেলার সংবাদ পড়তে