সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেউলমুড়া নামকস্থানে গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা খামার মালিক সুলতানের (৪৫) হাত পা বেঁধে রেখে ২টি ষাঁড় গরু ও ৪টি পাঠা ছাগল ট্রাকে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি গ্রামের মনসুর আলীর ছেলে সুলতান সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়কের পাশে দেউলমুড়া নামকস্থানে ইটভাটার পশ্চিমে মুজিবর রহমানের জায়াগা ভাড়া নিয়ে খামার গড়ে তোলে। এ খামারে গরু ছাগল পালন করে বেচা কেনা করে আসছিল দীর্ঘদিন ধরে। রোববার ভোর রাতে ট্রাকযোগে ডাকাতেরা ওই খামারে প্রবেশ করে মালিকের হাত পা বেঁধে ফেলে এবং প্রায় ৬ লাখ টাকা মূল্যের ঐ গরু ছাগল ট্রাকযোগে নিয়ে যায়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ও অনান্য কর্মকর্তারা সংঘটিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও অভিযোগ পায়নি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অপর দিকে একই দিন ভোর ৫ টায় মৃত কছের উদ্দিনের পুত্র খামারী আব্দুস সালামের খামার থেকে ১টি বকনা গাভী চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা বলে ঐ খামারী জানান। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।