চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিনে ১৯টি স্বাভাবিক প্রসব হয়েছে। স্বাভাবিক প্রসবের ঘটনায় এই স্বাস্থ্য সেবা কেন্দ্র অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ৬ টি স্বাভাবিক প্রসব হয়েছে। তাছাড়া গত ১১ অক্টোবর ৫টি এবং গত ৪ অক্টোবর ২৪ ঘন্টায় ৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিগত ১৫ দিনে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি স্বাভাবিক প্রসবের ঘটনায় সেবা কেন্দ্রটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।