সেবার অনন্য দৃষ্টান্ত

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিনে ১৯টি স্বাভাবিক প্রসব

এফ এন এস( কেশব কুমার বড়ুয়া হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি) | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ পিএম
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিনে ১৯টি স্বাভাবিক প্রসব

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিনে ১৯টি স্বাভাবিক প্রসব হয়েছে। স্বাভাবিক প্রসবের ঘটনায় এই স্বাস্থ্য সেবা কেন্দ্র অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ৬ টি স্বাভাবিক প্রসব হয়েছে। তাছাড়া গত ১১ অক্টোবর ৫টি এবং গত ৪ অক্টোবর ২৪ ঘন্টায় ৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিগত ১৫ দিনে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি স্বাভাবিক প্রসবের ঘটনায় সেবা কেন্দ্রটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে