মণিরামপুরে গ্রাম আদালত পরিচালনায় চেয়ারম্যান নিস্তার ফারুক শ্রেষ্ঠ

এফএনএস (জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৯:২৯ পিএম
মণিরামপুরে গ্রাম আদালত পরিচালনায় চেয়ারম্যান নিস্তার ফারুক শ্রেষ্ঠ

মণিরামপুরে গ্রাম আদালত পরিচালনায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। তাঁর এই সাফল্যের জন্য বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা সভায় সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না এই ক্রেষ্ট শ্রেষ্ঠ চেয়ারম্যান নিস্তার ফারুক -এর হাতে তুলে দেন।

আইনশৃঙ্খলা সভায় ইউএনও'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জামায়াতের আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান। এ ছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।    

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম ঘোষ জানান, সেপ্টেম্বর মাসে উপজেলার ১৭টি ইউনিয়নের গ্রাম আদালতে মোট ৭২টি মামলা রুজু হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৩টি। তবে সর্বাধিক মামলা রুজু হয় মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে। মোট আটটি মামলা রুজু হয়ে সবকটি নিষ্পত্তি হয়। এছাড়াও গ্রাম আাদালতের মাধ্যমে মোট সাত লাখ ২১ হাজার টাকা আদায় হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে