আমতলী-কুয়াকাটা মহাসড়কের আকন বাড়ী ষ্ট্যান্ডে বাস গাড়ীর ধাক্কায় রূপভানু (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে।
জানাগেছে, আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের মৃত্যু কাদের হাওলাদারের স্ত্রী রূপভানু অমাতলী-কুয়াকাটা মহাসড়কের আকন বাড়ী ষ্ট্যান্ডের পাস দিয়ে হেটে যাচ্ছিল। এমন মুহুর্তে বরিশালগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন।
নাতি কাওসার বলেন, দ্রুতগামী একটি বাসের ধাক্কায় আমার দাদী গুরুতর আহত হয়। হাসপাতালে আনা হয়ে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, বৃদ্ধাকে হাসপাতালে আনার মারা গেছেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।