বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পাওয়া ৬০ নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য ও শ্রেষ্ঠ বিদ্যাপিট সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর উঠান বৈঠক হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার মহেশচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি।
উঠান বৈঠকে কলম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জবাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। পরে স্থানীয় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সিংড়া দেখতে চান।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন, বিএনপি নেতা অধ্যাপক সোয়াইব আলী, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, বিএনপি নেতা রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, ওয়ালামাদলের সভাপতি মাওলানা আসাদুজ্জামান, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক উৎপল প্রমূখ।