সৈয়দপুরে ১৪টির মধ্যে শতভাগ অর্জন করেছে একটি কলেজ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:০১ পিএম | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:০১ পিএম
সৈয়দপুরে ১৪টির মধ্যে শতভাগ অর্জন করেছে একটি কলেজ

নীলফামারীর সৈয়দপুরে স্কুল এন্ড কলেজের সংখ্যা ১৪টি। ওই ১৪টি স্কুল এন্ড কলেেেজর মধ্যে শতভাগ ফলাফল অর্জন করেছে মাত্র একটি। তা হল সৈয়দপুর সরকারি বিঞ্জান কলেজ।

এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৯৭ জন। পাশ করেছে সকলেই। জিপিএ- ৫ পেয়েছে ২৭০ জন। পাশের হার শতভাগ।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ৪৯৩ জন। পাশ করেছে ৪৯১ জন। জিওিএ- ৫ পেয়েছে ৩৪৪ জন। পাশের হার ৯৯ দশমিক ৫৯ ভাগ।

লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে ৪৪৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৪৫ জন। জিপিএ - ৫ পেয়েছে ৬৭ জন। পাশের হার ৯৯ দশমিক ৩৩ ভাগ।

 সৈয়দপুর আর্দশ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১০৬ জন অংশ নিয়ে পাশ করে ১০৪ জন। জিপিএ - ৫ পেয়েছে ৪ জন। পাশের হার শতকরা ৯৮ দশমিক ১১ ভাগ। সৈয়দপুর মহিলা কলেজ থেকে ২৪৯ জন। পাশ করেছে ২৩৭ জন। জিপিএ- ৫ পেয়েছে ১৭ জন। পাশের হার ৯৫ দশমিক ১৮ ভাগ। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ২৫৯ জনের মধ্যে পাশ করেছে ২৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাশের হার ৯৪ দশমিক ২১ ভাগ। সৈয়দপুর সরকারি কলেজ থেকে ৫০৬ জনের মধ্যে পাশ করেছে ৪৭০ জন। জিপিএ- ৫ পেয়েছে ৫০ জন। পাশের হার ৯২ দশমিক ৮৯ ভাগ। সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৫৭ জনের মধ্যে পাশ।করেছে ১১২ জন। এ কলেজ থেকে কেউ পায়নি জিপিএ- ৫।  পাশের হার ৭১ দশমিক ৩৪ ভাগ। লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ১৫৯ জন। পাশ করেছে ১১১ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাশের হার ৬৯ দশমিক ৮১ ভাগ।  কামারপুকুর ডিগ্রী কলেজ থেকে ১৮৩ জনের মধ্যে পাশ করেছে ১১৪ জন। একজনও পায়নি জিপিএ- ৫। পাশের হার ৬২ দশমিক ৩০ ভাগ। হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে ৯০ জনের মধ্যে পাশ করেছে ৫২ জন। জিপিএ- ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৫৭ দশমিক ৭৮ ভাগ। কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ থেকে ৯৫ জনের মধ্যে পাশ করেছে ২৭ জন। কেউ পায়নি জিপিএ-৫।  পাশের হার ২৮ দশমিক ৪২ ভাগ। খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ১২ জন। পাশ করেছে ২ জন। জিপিএ- ৫ পায়নি কেউ। পাশের হার ১৬ দশমিক ৬৭ ভাগ। সাত পাই স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ১ জন সেও করেছে ফেল। 

এবার ১৪ কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৫৫ জন। এদের মধ্যে পাশ করেছে ২ হাজার ৭শ ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬৭ জন। পাশের হার ৮৮ দশমিক ৫৭ ভাগ।

সৈয়দপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ  সাইফুল ইসলাম জানান,১৪টি কলেজের মধ্যে শতভাগ মাত্র একটি কলেজ। শতভাগ অর্জনে ব্যর্থ হয়েছে ১৪টির মধ্যে ১৩টি কলেজ।

আপনার জেলার সংবাদ পড়তে