আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ এএম
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় (১:৩০ মিনিটে)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার ঢাকা পৌঁছেছে ক্যারিবীয় ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে গতকাল শুক্রবার সকালে ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। দুই দলের অধিনায়ক-বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে। টাইগাররা যদি এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে, তবে তারা র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়ে তাদের রেটিং পয়েন্ট ৮০-তে উন্নীত করতে পারবে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলে কয়েকটি পরিবর্তন এনেছে। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম। চোটের কারণে লিটন দাস এই সিরিজেও নেই। দলের নেতৃত্বভার রয়েছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। অন্যদিকে, তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ দলও সিরিজে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে। শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন বাংলাদেশ ভালো ফল করেছিল। তবে এবার হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের জন্য মরিয়া থাকবে টাইগাররা। সিরিজের সবকটি ওয়ানডে ম্যাচ মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

বাংলাদেশ ওয়ানডে দল-

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।