বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার রাত ৮ টায় সোনাইর খামার আলিম মাদরাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফজলার রহমান বিপ্লবের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ, সাবেক সভাপতি নুরনবী দুলাল, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ অনেকে।
এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়া দোয়া মোনাজাত করা হয়।