বরগুনার তালতলীতে ১০ বছরের এক শিশুকন্যাকে ৫০ টাকা দেয়ার প্রলোভন দিয়ে রেন্টিতলা নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউনুস হাওলাদার (৫৪) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে থানায় এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।
মামলায় উল্লেখৃ, উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার ইউনুস হাওলাদার (৫৪) একই এলাকার ১০ বছরের একটি শিশুকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শিশুটি হাস - মুরগীর খাবার ক্রয়ের জন্য পার্শ্ববর্তী কবিরাজ পাড়া বাজারে যাওয়ার পথে একটি নির্জন স্থানে পৌঁছালে প্রতিবেশী ইউনুস হাওলাদার শিশুটিকে ৫০ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে রেন্টিতলা ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক-চিৎকার দিলে পাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউনুস পালিয়ে যায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। ঘটনার বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের চেষ্টার মামলা নেয়। অভিযুক্ত ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত। তবে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, প্রায়ই আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টা প্রতিবাদ করতে পারিনি মান-সম্মানের ভয়ে ও তিনি প্রভাবশালী হওয়ার কারণে। এখন আমরা উপায় না পেয়ে থানায় এসে মামলা দায়ের করছি। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।