কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থীদের নিয়ে ‘তারুণ্যের স্বপ্ন’ শীর্ষক সংলাপ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ পিএম
কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থীদের নিয়ে ‘তারুণ্যের স্বপ্ন’ শীর্ষক সংলাপ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্রয়োদশ সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের চূড়ান্ত ও মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীদের নিয়ে ‘তারুণ্যের স্বপ্ন’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ফুলবাড়ী অফিসার্স ক্লাবে দীর্ঘ সময় স্থায়ী অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানটির যৌথ অয়োজন করেন অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম, উদয়্ঙ্কাুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশ।

দীর্ঘ সময়ের এই সংলাপে অংশগ্রহণ করেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা নূর বখত, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী বাবলু আব্দুল্যাহ, বিএনপি সম্ভাব্য প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের প্রতিনিধি বিএনপিনেতা আব্দুল মান্নান মুকুল, এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদের প্রতিনিধি এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু, এবি পার্টির প্রার্থী ডাঃ নজরুল ইসলাম খানের প্রতিনিধি এবি পার্টিনেতা ফজর আলী হক।

উদয়্ঙ্কাুর সেবা সংস্থার ফুলবাড়ী প্রোগাম কো-অর্ডিনেটর রবিউল ইসলামের সঞ্চালনায় সংলাপে ফুলবাড়ী উপজেলাকে নিয়ে নির্বাচনী ইশতেহারে তারুণ্যের দাবি ও পরিবর্তনের দাবি, জনগণকেন্দ্রিক ইশতেহারের এফজিডি প্রতিবেদন তুলে ধরা হয়।

এফজিডি প্রুিতবেদনে ফুলবাড়ী উপজেলার জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ, নদীভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ, জলবায়ু সহনশীল অবকাঠামো ব্যবস্থাকরণ, যুব ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং এসব প্রকল্পে যুব ও নারীর সক্রীয় অংশগ্রহণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়।

পরে সংলাপে উপস্থিত এমপি প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা তাদের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের দাবি সংবলিত এফজিডি প্রতিবেদনের দাবি গুলোসহ ফুলবাড়ী উপজেলা তথা কুড়িগ্রাম জেলাকে উন্নয়নের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি গুলো তাদের নির্বাচনী ইশতেহারে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তারা নির্বাচিত হলে এসব দাবি পূরণ ও বাস্তবায়ন করবেন বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে