বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সালাম ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। যারা দলের নাম ব্যবহার করে মানুষের ক্ষতি করে, চাঁন্দাবাজি, দখলবাজি করে, বিএনপিতে তাদের জায়গা হবে না। কোন সন্ত্রাসী চাঁন্দাবাজের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে হলরুমে আয়োজিত উপজেলা যুবদলের কর্মি সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হক নাজিম, সহ-সভাপতি ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মো. আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।
ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান আরো বলেন, একমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। দেশ-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, আর একটি গোষ্ঠী দেশে থেকে নতুন নতুন ইস্যু তৈরি করে ষড়যন্ত্রে করছে। কিন্তু তাদের সাথে জনগণ নেই। দেশের ১৮ কোটি মানুষ বিএনপির পক্ষে আছে, বিএনপির সাথে আছে।
তিনি আরও বলেন, নির্বাচনে জিততে পারবে না বলে কোন দল যদি মনে করে নির্বাচনের দরকার নেই, সেটা তাদের সমস্যা, সেটা বাংলাদেশের জনগণের সমস্যা নয়। আমাদের কথা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।