বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুরু হয়েছে ৬৮তম জ্যাম্বুরি অন দ্য এয়ার (ঔঙঞঅ) ও ২৯তম জ্যাম্বুরি অন দ্য ইন্টারনেট (ঔঙঞও) বা সংক্ষেপে জোটা-জোটি ২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহসভাপতি ঈদুজ্জামান ইদ্রিস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলার কমিশনার মো. আব্দুল মাজেদ, সাতক্ষীরা সদর উপজেলার কমিশনার মো. শাহাজান আলি, সদর উপজেলা সম্পাদক মনোরঞ্জন মণ্ডল এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোবাশ্বেরুর রহমান, ইকবাল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে স্কাউট সদস্যদের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই বিশ্বব্যাপী জোটা-জোটি আয়োজন করা হয়ে থাকে।
জোটা ও জোটি হচ্ছে বিশ্ব স্কাউট আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ বার্ষিক কর্মসূচি। এর মাধ্যমে বিশ্বের লাখো স্কাউট সদস্য রেডিও তরঙ্গ ও ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বন্ধুত্ব ও অভিজ্ঞতা বিনিময় করেন।
উদ্বোধনী দিনে সাতক্ষীরার স্কাউট সদস্যরা অনলাইনে বিভিন্ন দেশের স্কাউট বন্ধুদের সঙ্গে পরিচিত হন এবং বার্তা বিনিময় করেন। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই কার্যক্রম।