নির্ধারিত সময়ে দাবি না মানলে রোববার ‘যমুনা ঘেরাও’ এমপিও শিক্ষকদের

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১২ পিএম | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ পিএম
নির্ধারিত সময়ে দাবি না মানলে রোববার ‘যমুনা ঘেরাও’ এমপিও শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি না মানলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

মূলত সরকার শেষ পর্যন্ত তাদের অবস্থানে অনড় থাকলে শিক্ষকরা যমুনা ঘেরাও করবেন বলে জানান।

শুক্রবার বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী। 

এদিকে সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসিতে যান। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষক নেতারা দুপুর থেকে অনশন শুরুর ঘোষণা দেন।

শনিবার কালো পতাকা মিছিলের পর যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হয়, তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করার জন্য শিক্ষকরা প্রস্তুত বলেও ঘোষণা দেন শিক্ষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে