রাজশাহীতে ধান খেত থেকে নারীর লাশ উদ্ধার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০১:০১ পিএম
রাজশাহীতে ধান খেত থেকে নারীর লাশ উদ্ধার
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাগসারা মোড় এলাকায় স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আপাতত তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওসি মনিরুল ইসলাম জানান, সিআইডি আলামত সংগ্রহ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে