হেলেন জেরিন খান

বিএনপির ৩১ দফা কোন কাগজের টুকরো নয়, এটি আগামীর বাংলাদেশ

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০১:৩২ পিএম
বিএনপির ৩১ দফা কোন কাগজের টুকরো নয়, এটি আগামীর বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কোন কাগজের টুকরো নয়, এটি হলো আগামীর বাংলাদেশ। এই ৩১ দফার ভিক্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। এর মাধ্যমেই মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে। শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির এই নেত্রী আরো বলেন, আগামী নির্বাচনে দেশের জনগন এমন একজন এমপি বেঁছে নিবে যারা ভোগের নয় ত্যাগের রাজনীতি করেন। দেশের উন্নয়নে কাজ করবে জনবান্ধব নেতা হবে আগামীর দেশ পরিচালনায় সদস্য। যারা দালালি করে, মামলা বাণিজ্য করে, তাদের ভোট জনগন দিবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য নেতাই বেঁছে নেয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবুল রাঢ়ীর সভাপতিত্বে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহবার হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা কৃষকদলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান অহিদ, ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে