নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের বিরল রোডস্থ জীবন মহল রিসোর্টে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের বার্ষিক বনভোজন-২০২৪। দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন বনভোজন উপ-কমিটির আহবায়ক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামসুল আলম, সহ-সাধারন সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সামসুজ্জামান চৌধুরী বাবু, নির্বাহী সদস্য ইসলাম উদ্দিন বাবু, অভ্যন্তরিন হিসাব পরীক্ষক মো. আতিকুর রহমান নিউ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রায়হানুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুল আলম, সাইদুর রহমান পাটোয়ার (মহন), শামীম আজাদ সরকার, এ্যাড. নুরুল ইসলাম, আজিজুল ইকবাল চৌধুরী, মো. শামীম শেখ, বাবু অশোক কুমার কুন্ডু। বিভিন্ন খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে সংগঠনের সভাপতি আব্দুস সামাদ বলেন, দিনাজপুর ইনস্টিটিউটের একটি ঐতিহ্য ও প্রাচীন সুনাম রয়েছে। আমরা সেই সুনাম ধরে রাখতে এবং খেলাধুলার চর্চা ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের সম্মাননা প্রদান করে আসছি। আগামীতে প্রতি বছরের মত এবারও আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি। শেষে বার্ষিক বনভোজন-২০২৪ এর প্রধান আকর্ষন ছিলো র্যাফেল ড্র। বিজয়ীদের মাঝে র্যফেল ড্রর মূল্যবান পুরস্কারগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।