নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে কোন লাভ নেই। বিএনপি আর কোন অপকর্মের সাথে জড়িত নেই। যদি থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ব্যক্তি ভালোবাসা থাকবে কিন্তু প্রতীক একটাই ধানের শীষ। সিংড়া আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু তারেক রহমানের সবুজ সংকেতের মনোনিত প্রার্থী। ক্ষমতায় যেতে দলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিকল্প চিন্তা করে কোন লাভ নেই। শনিবার দুপুরে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০, নাটোর-৩ সিংড়া আসনে তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু কে বিজয়ের লক্ষে মতবিনিময় সভার প্রধান বক্তা আসাদুজ্জামান আসাদ এসব কথা বলেন।
সভায় সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, সিংড়া আসনের সবুজ সংকেত পাওয়া সম্ভাব্য ধানের শীষের মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক তাজপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক খাজুরা ইউপি চেয়ারম্যান আফসারুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য শামীম হোসেন, সাইদুর রহমান সাধু, রফিকুল ইসলাম বুলেট, মহিলা দলের নেত্রী ডেইজি আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান লেমন প্রমূখ।