বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। ইমান আলী সড়কের বাসিন্দা জিয়াউদ্দিন মাহমুদের ছেলে এ কে তারেক মাহমুদকে (৪০) আটক করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সিনেমা হল রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আটক হয়। এ সময় তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে হল রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তার শরীর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৮১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৩ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মাদক কারবার ও এর ভয়াল নেশা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতি পাথরঘাটা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত অভিযান চালু থাকলে এলাকার তরুণরা মাদক থেকে দূরে থাকবে এবং সমাজে নিরাপত্তা ও শান্তি ফিরে আসবে।