ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৩২ পিএম | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৩২ পিএম
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল প্রকাশ করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছি, দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দেব। আজ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সে বিষয়েই আলোচনা হয়েছে, তারাও প্রতিশ্রুতি দিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।”

সিইসি আরও বলেন, “বিগত দিনের মতো কোনো নির্বাচন আর হবে না। সরকারি কোনো সংস্থা বা রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করবে এবং কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবে কাজ করবে না।” তিনি জানান, সাংবাদিকরা নির্বাচনকালে সংবাদ সংগ্রহে কোনো বাধার সম্মুখীন হবেন না।

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, “সরকারি নিষেধাজ্ঞা এবং বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার শেষ হলে তখন পরিস্থিতি দেখে সিদ্ধান্ত হবে।” 

এনসিপির প্রতীক দাবির বিষয়ে তিনি বলেন, “শাপলা প্রতীক আমাদের অনুমোদিত তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্ধারিত প্রতীক থেকেই দলগুলোকে বেছে নিতে হয়।”

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “সব ধরনের চ্যালেঞ্জ হাসিমুখে মোকাবিলা করে জাতিকে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেব। জাতির প্রত্যাশা পূরণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”  

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে সিইসি বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে