মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অবশেষে হাসলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে জয় পেল মেহেদী হাসান মিরাজের দল। ২০৮ রানের পুঁজি নিয়েই রিশাদ হোসেনের রেকর্ড গড়া ঘূর্ণিতে ৭৪ রানের জয় তুলে নিল স্বাগতিকরা।
২০৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানেজ তুলেছিলেন ৫১ রান। তখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো একপেশে হয়ে যাবে। কিন্তু তখনই স্পিনে আঘাত হানেন রিশাদ। আথানেজকে ফেরিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। এরপর কার্টি, কিং, রাদারফোর্ড, চেইস ও সিলস— সবাইকে ফিরিয়ে দেন এ লেগ স্পিনার।
রিশাদের ৯ ওভারে ৩৫ রানে ৬ উইকেটের স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৩৩ রানে। প্রথম বাংলাদেশি ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ফাইফার (৫ বা তার বেশি উইকেট) নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি।
এর আগে ব্যাটিংয়ে নেমে বেশ ধীরগতিতে রান তুলেছিল বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় দল পড়ে যায় বিপাকে। ওপেনার সাইফ হাসান করেন ৩ রান, সৌম্য সরকার ৪। দলের হাল ধরেন শান্ত ও হৃদয়। দুজনের ৭১ রানের জুটি ভাঙে শান্ত আউট হলে।
অভিষিক্ত মাহিদুল ইসলাম রানা ৭৬ বলে করেন ৪৬ রান, হৃদয়ের ব্যাটে আসে ৫১ রানের ইনিংস। শেষদিকে রিশাদের ১৩ বলে ২৬ রানের ক্যামিওয় বাংলাদেশ তোলে ২০৭ রান।
মিরপুরের উইকেটে রান তুলতে কষ্ট হলেও স্পিনারদের সহায়তা মেলে প্রচুর। সেটিই কাজে লাগিয়ে রিশাদ একাই গুঁড়িয়ে দেন ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। মিরাজ ১০ ওভারে দেন মাত্র ১৬ রান এবং তুলে নেন ১ উইকেট। মুস্তাফিজুর রহমানও জোড়া উইকেট শিকার করেন।
বাংলাদেশের এ জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে সমালোচনায় থাকা দলে। টানা চার ম্যাচে পরাজয়ের পর এই জয় টাইগারদের আত্মবিশ্বাস ফেরাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সিরিজের পরের ম্যাচ হবে মঙ্গলবার (২১ অক্টোবর) একই ভেন্যু মিরপুরে।