জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা গুরুতর অসৌজন্যতা হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতির জন্য জীবন বাজি রেখে লড়াই করা মানুষদের নিয়ে এমন কথা বলা দায়িত্বশীলতার পরিপন্থী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই মন্তব্য করেন। তিনি লেখেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না।”
তিনি আরও লেখেন, “কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।”
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষ ও বক্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পাল্টাপাল্টি মন্তব্যের প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমানের এই প্রতিক্রিয়া আসে।
শুক্রবার জুলাই সনদ সই অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে সেই দিনই মঞ্চে বিএনপি, জামায়াতসহ ২৪ দলের নেতা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।