বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ এএম
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে  তারুণ্যের উৎসব শুরু

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এরপর উপজেলা সদরে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে মাস ব্যাপী এ উৎসবের প্রথমদিন পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম শুরু হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রমে অংশ নেয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন লোকজ মেলা, নৌকা বাইচ,ঘোড়দৌড়,  ফানুস উৎসব, লোকজ সংস্কৃতিক প্রতিযোগিতা,  উদ্যোক্তা মেলা,উপজাতি মেলাসহ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারিত পর্যন্ত চলবে এ উৎসব।  সট-১. মো. রবিউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা,  কলাপাড়া।

আপনার জেলার সংবাদ পড়তে