স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে মশা নিধন অভিযান

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০২:১৫ পিএম
স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে মশা নিধন অভিযান

মোগড়াপাড়া ইউনিয়নে ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছেন মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জনবান্ধব নেতা আলহাজ্ব আশরাফ উদ্দিন। ১৯ অক্টোবর থেকে মোগড়াপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন  কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই আরেকটি নতুন ফগার মেশিন যুক্ত করে বাকি ওয়ার্ডগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।

আলহাজ্ব আশরাফ উদ্দিন বলেন, বর্তমানে চিকনগুনিয়া ও ডেঙ্গু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার ইউনিয়নের মানুষ যেন এই প্রাণঘাতী সংক্রমণ থেকে নিরাপদ থাকে, সেই লক্ষ্যেই আমি ব্যক্তিগত উদ্যোগে এই ফগিং কার্যক্রম শুরু করেছি। এটি ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, রোববার (১৯ অক্টোবর) থেকে প্রথম পর্যায়ে বাড়িচিনিষ ও বাড়িমজলিশ এলাকায় স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর পর্যায়ক্রমে পুরো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে মশা নিধন কার্যক্রম চালানো হবে।

এই উদ্যোগের মাধ্যমে এলাকাবাসী ব্যাপকভাবে আশার সঞ্চার পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এলাকায় অনেক দিন ধরে ডেঙ্গু ও চিকনগুনিয়ার ভয় ছিল। আলহাজ্ব আশরাফ উদ্দিনের মহৎ উদ্যোগে এই ফগিং শুরু হওয়ায় আমরা সত্যিই স্বস্তি পেয়েছি। আগে কখনও এভাবে বাড়ির আশেপাশে মশা নিধনের ব্যবস্থা করা হয়নি।

স্থানীয় সমাজসেবকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু মশা নিধন নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, আশরাফ উদ্দিনের নেতৃত্বে যদি এই কর্মসূচি অব্যাহত থাকে, তবে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

এদিকে, আশরাফ উদ্দিন এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিজের বাড়ির আশেপাশে পানি জমে না থাকে, ফুলের টব, পাত্র ও নালাগুলো পরিষ্কার রাখে। কারণ ডেঙ্গু ও চিকনগুনিয়া বহনকারী এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতেই ডিম পাড়ে। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য রক্ষার কাজে আমি একা নই, আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। একসাথে কাজ করলেই আমরা মোগড়াপাড়াকে ডেঙ্গু ও চিকনগুনিয়ামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব।

আলহাজ্ব আশরাফ উদ্দিনের এই মানবিক ও জনস্বার্থমূলক উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মোগড়াপাড়া ইউনিয়ন আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও উন্নয়নমুখী একটি ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।

আপনার জেলার সংবাদ পড়তে