গফরগাঁওয়ে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম
গফরগাঁওয়ে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

"মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই" এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। মফিজুল স্পোর্টস একাডেমির আয়োজিত ফুটবল খেলায় আগে মাদক বিরোধী শপথ পাঠ করান। শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আশরাফুল আলম মাস্টারের সভাপতিত্বে ও ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ আল আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আল মাহফুজ এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোঃ আব্দুল কাইয়ুম রিফাত। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য রুবেল মিয়া,পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ  সম্পাদক অলি আহমেদ ও স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম জয় প্রমুখ। খেলায় মফিজুল স্পোর্টস একাডেমি বনাম উদয়ন তরুণ সংঘ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ০-১ গোলে বিজয়ী হন উদয়ন তরুণ সংঘ ক্লাব। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় রেফারি দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য আরিফুল ইসলাম শাওন।

আপনার জেলার সংবাদ পড়তে