চিতলমারীতে গাঁজাসহ এক নারী আটক

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৫:০৪ পিএম
চিতলমারীতে গাঁজাসহ এক নারী আটক

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ এক নারীকে আটক করেছে। মুক্তা বেগম (৩০) ঐ নারী বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের ইয়াকুব শিকদার এর স্ত্রী। 

শনিবার (১৮অক্টোবর) সন্ধ্যা ৬টায় তার এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজা নিয়ে চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাহির দশ মহল মাধ্যমিক বিদ্যালয় এলাকার আশীষ নামের একজনকে হস্তান্তর করতে আসার পথে  থানার অফিসার ইন চার্জ (ওসি) রোকেয়া খানম এর নেতৃত্বে সঙ্গীয় এস.আই. শাকিল নিয়াজ ও ফোর্স তাকে আটক করেন।

 ওসি রোকেয়া খানম জানান গাঁজা বাহনকারী মুক্তা বেগমকে আটক করলেও মুলহোতা  আশীষকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া আশীষ এর পুনাঙ্গ ঠিকানাও বলতে পারেনি আটককৃত মুক্তা বেগম।  এরিপোর্ট  লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো। 

আপনার জেলার সংবাদ পড়তে