কাউখালীতে সমবায়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০ এএম
কাউখালীতে সমবায়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালী উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সোমবার ৩০ ডিসেম্বর দিনব্যাপী উপজেলা সমবায় কার্যালয়ে উপজেলার ১৩ টি সমবায় সমিতি ২৫ জন সদস্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে আত্মবর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় অফিসার পঙ্কজ কুমার চন্দ্র। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক আফজাল হোসেন, শরিফ মোখলেছুর রহমান, সহকারী প্রশিক্ষক রিনা রানী মজুমদার। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির থেকে ২৫ জন সদস্য অংশ অংশগ্রহণ করেন।  অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক ও জনসচেতনামূলক বিষয় বিস্তারিত আলোচনা করেন।